শ্রীপুর সংবাদদাতাঃ রাতের আঁধারে গাছপালা কেটে ১ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাচ্চগড় গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর থানাধীন ৪৩নং শ্রীপুর মৌজার এস.এ ৪৯৪ ও আর.এস ৪২০ নং খতিয়ানে এস.এ ১৪৫৮ ও আর.এস ৮৫৫ নং দাগে ১.২৯ শতাংশ জমির বৈধ মালিক ইমরান হোসেন থাকলেও শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের মৃত হযরত আলী মন্ডলে ছেলে মোঃ আসাদুজ্জামান মন্ডল ২২ মার্চ শুক্রবার রাত ৮টার দিকে ১ লক্ষ টাকা চাদা দাবি করে। এবং চাদা দাবিকালে অভিযোগকারি রফিক উদ্দিনের ছেলে ইমরান হোসেনের জমির রোপণকৃত বিভিন্ন প্রজাতির গাছ তুলে ফেলেছে আসাদ মন্ডল। পাশাপাশি হুমকি প্রদান করেছে যে, দাবিকৃত চাঁদা প্রদান না করলে পরবর্তীতে তাকে রাস্তাঘাটে মারধর অথবা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করে তাকে খুন জখম করিবে। বিধায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় অভিযোগ করেন।এবিষয়ে অভিযোগকারী ইমরান হোসেন বলেন, আমি ক্রয় সূত্রে এই জমির মালিক আমার খাজনা খারিজ সহ সমগ্র দলিলাদি রয়েছে। আমার জমিতে যেতে চাইলে সে আমার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে, না দিলে আমাকে জমিতে যেতে দেবেনা যেখানে দেখবে সেখানে খুন, যখম করে ফেলে রাখবে বলে হুমকি দিচ্ছে। আমি এর সঠিক বিচার দাবি করছি। অভিযুক্ত আসাদ মন্ডলের কাছে জানতে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এখন ঘুমাচ্ছেন বলে ফোন রেখে দেন। ঘটনার বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জানান ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।