গত ১৯/০৫ / ২০২৪ ইং তারিখ সন্ধ্যার সময় পারিবারিক কলহের জেরে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের কদম শহর ফকিরপাড়া গ্রামের আলিফুল পিতা - মৃত সিরাজ,তার ভাতিজা আহত রহিমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে হাতে থাকা শাবুল দিয়ে ভাতিজা রহিমকে মেরে গুরুতর যখন করলে লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় রহিমকে সেখান থেকে উদ্ধার করে রামেক হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা করেন।
যখমী আব্দুর রহিম জানাই গত ২০/০৫/২০২৪ ইং তারিখে এ বিষয়ে সে বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছে।
ভুক্তভোগী ও তার পরিবার নায্য বিচার দাবি করেছে এবং সে আরও জানাই তার চাচা আলিফুল তাকে ও তার পরিবার সহ তার লোকজনকে যেখানে একা পাবে সেখানেই মারধর করবে। সে ও তার লোকজন আতংকে চলাফেরা করছে।
ভুক্তভোগী রহিম আরও জানাই, তার চাচা আলিফুল শুধু তাকে নয় তার পরিবারের প্রায় এভাবেই মেরে জখম করে এবং বুক বাড়িয়ে বলে, আমার বড় বড় ম্যান আছে এ রকম দুই চারজনকে মেরে ফেললে আমার কেউ কিছুই করতে পারবেনা! আব্দুর রহিম তার চাচা আলিফুল ও তার ইন্ধন দাতা কুচক্রী মহলের সন্ত্রাসী কর্মকাণ্ডের নায্য বিচার দাবি করেছে এবং গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ও যথাযথ কর্তৃপক্ষের সু দৃষ্টি আকর্ষণ করেছে।
এলাকায় অনেকের সাথে কথা বলে জানা যায়, আলিফুল একজন ভয়ংকর সন্ত্রাসী হয়ে উঠেছে, তার বিচার হওয়া দরকার।
আব্দুর রহিম আরও জানাই তার চাচা আলিফুলকে এলাকার কোন কুচক্রী মহল সহ কেউ ইন্ধন দাতা হিসেবে সাহস যোগাচ্ছে!
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিনের সাথে গতকাল রাতে কথা বলা হয়েছে এবং তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক
সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, সহ-সম্পাদকঃ মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০, রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, 01711280916, ইমেইলঃ choukasinfo21@gmail.com