বিশেষ প্রতিনিধিঃ ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলা ও লুটপাট মামলায় গ্রেফতারী ওয়ারেন্ট হলেও আসামী মোঃ সোনা মিয়া ও মোঃ রুবেল হাসানকে গ্রেফতার করতে পারেননি পুলিশ, এমনই অভিযোগ করেন এই মামলার বাদী শেখ রিয়াজ উদ্দিন (৪১)।শনিবার (১০ ফেব্রুয়ারি ২০২৪ইং) শেখ রিয়াজ উদ্দিন জানান, দলিল নং ৩০৯১, তারিখ—২৬—২—১৯৯০খ্রিঃ, ভলিউম নং ৩১, পৃষ্টা নং—২৭০—২৭৬, সাভার সাব—রেজিস্ট্রী অফিস, ঢাকা। দাতা—মোঃ চান্দ মিয়া, পিতা—মরহুম শেখ বাসু, সাং—আউকপাড়া, থানা—সাভার, ঢাকা। গ্রহিতা ১। মোঃ সাজাহান মিয়া, ২। মোঃ ইদ্রিস আলী, পিতা—মোঃ ওয়াজ আলী, সাং—কলমা, থানা সাভার, জেলা ঢাকা। তফসিল মৌজা—আউকপাড়া, দাগ নং—সাবেক ৭/৪৪ হাল—২৬৮, হস্তান্তরকৃত জমির পরিমাণ ২৬ শতাংশ জমিসহ একাধিক জমি। ভ্রম সংশোধন দলিল। বর্ণিতবস্থায়, সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর বিধি ১০৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়। (মোঃ ফারুক হোসেন) সাব—রেজিস্ট্রার সদর রেকর্ড রুম, ঢাকা। তারিখ: ২৬—১২—২০২২ইং। এই জমির ঘটনাস্থল ক্রাইম জোন বলে এলাকাবাসী জানায়। উক্ত একাধিক জমির মালিক শেখ রিয়াজ উদ্দিন গং জানান, আমাদের জমি সংক্রান্ত বিরোধে বিবাদী ১। সোনা মিয়া, পিতা—মৃত চাঁন মিয়া ওরফে চান্দমিয়া, ২। মোঃ রুবেল হাসান, পিতা—মোঃ সোনা মিয়া গং তাদের লোকজন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আমাদের জমিতে স্থাপনা ভাংচুরসহ সন্ত্রাসী কায়দায় হামলা ও লুটপাট করে। এ ব্যাপারে মামলা করেছি। সূত্রঃ ঢাকা (আশুলিয়া) সিআর মামলা নং—১০৯৩/২০২২, ধারা ৪১৯/৪২০/ ৪০৬/ ৪৬৫/ ৪৬৭/৪৬৮/ ৪৭১/৫০৬/৩৪ পেনাল কোড। এই মামলার গ্রেফতারী ওয়ারেন্ট থাকলেও এই আসামীদেরকে গ্রেফতার করতে পারেননি বলে দাবী করেন শেখ রিয়াজ উদ্দিন। এ ব্যাপারে পুলিশ ও র্যাব জানায়, আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে, অপরাধী সে যেইহোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com