এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
নাশকতার পরিকল্পনার অভিযোগে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ। রবিবার বিএনপির ডাকা হরতাল চলাকালে এবং পূর্বের মামলায় এজাহারভুক্ত আসামীদেরকে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, পূর্বের বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী ও হরতাল চলাকালে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।