তৌহিদুজ্জামান, ঝিকরগাছা (যশোর):
যশোরের ঝিকরগাছা উপজেলায় গদখালি ইউনিয়নের বোধখানা বাঁওড়ে মাছের পোনা অবমুক্তকরন করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুর ১টার সময় বোধখানা বাওড়, বোধখানা দক্ষিণ পাড়া মসজিদের সামনে ও মধ্যপাড়া এলাকায় মাছ ছাড়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মানবাধিকার ট্রাষ্ট ঝিকরগাছা শাখার সভাপতি হুমায়ুন কবির, সদস্য নাহিন কবির ও মনিরুল ঢালী, যুবদলের আহবায়ক রানা ও লিটন, সদস্য সচিব বিপ্লব ও রাজু, পৌর যুবদল নেতা কমল ও সুমন, বিএনপি নেতা হ্যাপি, ইটভাটা মালিক মজনুসহ স্থানীয় সাধারন জনগন ।
এ সময় তারা বলেন, আগামী ৭দিনের মধ্যে সকল অবৈধ দখল, নেট, করেন্ট জাল, নৌকা, ডুঙ্গা উঠায়ে নিতে এবং আগামী ৭দিন পর এলাকার সাধারণ মানুষ, জেলে এবং যে সকল ব্যক্তি মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের জন্য উন্মুক্ত করা হবে। তবে তাদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও এক কপি ছবি জমা দিতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com