মোঃ আনোয়ারুল ইসলাম, ঝিনাইদহ থেকেঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা কৃষকদলের কমিটি গঠনে স্বজনপ্রীতি স্বেচ্ছচারিতা ও অনিয়মের অভিযোগ করা হয়েছে। রোববার বিকেলে কোটচাঁদপুর উপজেলা শহরের পোস্ট অফিস মোড়ে উপজেলা কৃষকদলের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সেসময় অভিযোগ করা হয়, গত ৬ নভেম্বর কোটচাঁদপুরে কৃষকদলের সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন করার কথা থাকলেও সেদিন ঘোষণা না দিয়ে ফিরে যায় নেতৃবৃন্দ। পরে বিএনপি’র কেন্দ্রীয় এক নেতার নির্দেশে জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলী অনৈতিক সুবিধা নিয়ে মনগড়া কমিটি গঠন করেছেন। তাই দ্রুত কমিটি বিলুপ্তি করে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠনের দাবী জানান। সেই সাথে জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলীকে বহিস্কার করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com