মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ২ বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার রাতে উপজেলার আজমপুর গ্রামের বালির গর্তের মাঠে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্থ কৃষক ওই গ্রামের মজিবর রহমান জানান, গ্রামের মাঠে তিনি ২ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছিলেন। ভুট্টা হাটুসমান হয়ে গেছে। গেল রাতে তার জমির সকল ভুট্টা ট্রাক্টর দিয়ে নষ্ট করে দিয়েছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হবে বলে দাবী করছেন তিনি।ক্ষতিগ্রস্থ কৃষক মজিবর রহমান অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে রাতে পার্শবর্তী মালাধরপুর গ্রামের ইদ্রিস আলী তার ফসল নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী স্থানীয়দের।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।ঝিনাইদহে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, জড়িত সন্দেহে আটক-১মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামে পুকুর থেকে সাফওয়ান নামের ৬ বছরের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই গ্রামের মৃত ইসলাম উদ্দীনের ছেলে সোহান (১৫) নামে এক ওই মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। নিহত শিশু সাফওয়ান ওই গ্রামের জাম্মিম হোসেন সবুজ মালিথার ছেলে সে শিকারপুর গ্রামের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছিলো।শিশুটির মা সুমাইয়া খাতুন জানান, দুপুরের পর থেকে সাফওয়ানকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে পুকুর থেকে সাফওয়ানের মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সুমাইয়া খাতুন অভিযোগ করেন সোহানই তার ছেলেকে হত্যা করেছে।এদিকে সাফওয়ানের পিতা জাম্মিম হোসেন সবুজ জানান, দীর্ঘদিন ধরে সোহান তার ছেলেকে নানা ভাবে ভয় ভীতি দেখাতো। বিছানায় শুয়ে শুয়ে সাফওয়ান তাকে এ কথা বলতো আর ভয়ে জড়োসড়ো হয়ে যেতো।ওই গ্রামের শরিফুল ইসলাম জানান, সোহানকে আটকের পর শত শত মানুষের সামনে সে সাফওয়ানকে পানিতে চুবিয়ে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছে। এদিকে নিহত সাফওয়ানের মুখমন্ডলে একাধিক নখের আঁচড় রয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রামবাসির হাতে আটক সোহানকে পুলিশ উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশু সাফওয়ানকে হত্যার মোটিভ উদ্ধারে সরকারের একাধিক টিম কাজ করছে বলেও তিনি জানান।