ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় টায়ার মেরামতের দোকানের বয়লার বিস্ফোরনে সাব্বির হোসেন (২৪) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে শহরের হামদহ এলাকায় রিপন দাসের টায়ার মেরামতের দোকানে এ দুর্ঘটনা ঘটে। বয়লার বিস্ফোরণে মৃত সাব্বির হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে।স্থানীয়রা জানান, ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিল সাব্বির হোসেন নামের এক মিস্ত্রি। হঠাৎ করেই টায়ার হিট দেওয়া বয়লার মেশিনের বিস্ফোরন ঘটে। এতে দোকানের ভেতরে থাকা মিস্ত্রি সাব্বির মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত সাব্বির হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা-আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com