মোঃ আলতাফ হোসেন বাবু
বিভাগীয় চিফ, রাজশাহী।
গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার বিকাল ১৬.০০ ঘটিকায় রাজশাহী পুলিশের রেঞ্জ কার্যালয়ের “পদ্মা“ সম্মেলন কক্ষে জনাব মোঃ আলমগীর রহমান, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, এবং আরএমপি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান এর সাথে রাজশাহী বিভাগীয় ছাত্র সমন্বয়কগণ মতবিনিময়ের জন্য উপস্থিত হন।
মতবিনিময় সভায় সমন্বয়কগণ বাংলাদেশ পুলিশের নিকট কি প্রত্যাশা করেন এবং আইন-শৃঙ্খলা উন্নয়নে রেঞ্জ ডিআইজি রাজশাহী তাদের পরামর্শ গ্রহণ করেন। বাংলাদেশ পুলিশ তাদের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে মর্মে ডিআইজি মহোদয় আশাবাদ ব্যক্ত করে মতবিনিময় সভা সমাপ্তি করেন।
উল্লেখ্য, উক্ত মতবিনিময় অনুষ্ঠানে ছাত্র সমন্বয়ক গণের সাথে কথা বলেন, জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি।
উক্ত অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), আরএমপি, রাজশাহী, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com