আল-আমিন,স্টাফ(ক্রাইম)রিপোর্টার শেরপুরঃ হঠাৎ কেনো বদলী? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর এর সহকারী পরিচালক জনাব ফয়সাল মাহমুদ এর ক্ষনিক বিদায়ে আবেগাপ্লুত শেরপুরবাসী। তিনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,শেরপুর এর সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন ০৩/০৪/২০২৪ ইং তারিখে। সর্বশেষ কর্মদিবস ছিলো ১৭/১২/২০২৪ ইং তারিখ। সংক্ষিপ্ত সাফল্যমণ্ডিত কর্মইতিহাস ০৩/০৪/২০২৪ ইং হতে ১৭/১২/২০২৪ ইং তারিখ পর্যন্ত ।জেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান করে তিনি আলোচিত অফিসার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সংবাদদাতা বিভিন্ন এলাকায় ওনার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে স্হানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ জনাব ফয়সাল মাহমুদ ও তাহার সঙ্গীয় ফোর্স এর বিভিন্ন সফলতার কথা তুলে ধরেন। জনমনে একটাই প্রশ্ন হঠাৎ কেনো বদলী ? এই দায় কার ? সৎ,দক্ষ,চৌকস, দায়িত্বশীল অফিসার হিসেবে মাদক নির্মূলে অভিযান পরিচালনা করাটাই কি দোষ ? মাদক সিন্ডিকেট কি প্রশাসনের চেয়েও শক্তিশালী ? প্রশাসনের সজাগ দৃষ্টি চাই!! ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে অল্প সময়ে শেরপুর জেলা কার্যালয়,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সফলতাসমূহ-মাদক বিরোধী মোট অভিযান পরিচালনা করেন -৫০টি,মোট মামলা হয়েছে -১৫টি। অভিযান করে যা জব্দ করেছেন-গাঁজা-৩৬কেজি, ইয়াবা-৮৫পিছ,হেরোইন-৩৫গ্রাম,দেশীয় অস্ত্র-০৯টি,নগদ অর্থ-৮,২৭,৬৫০ টাকা।মাদক নির্মূলে ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর এর বিভাগীয় স্টাফ সহকারী উপ-পরিদর্শক মো:মাহবুব আলম, সহকারী উপ-পরিদর্শক আবু ছোফিয়ান তরফদার, সহকারী উপ-পরিদর্শক উম্মে তাছনিম সরকার,সিপাই আসাদুজ্জামান, সিপাই আনিসুর রহমান, সিপাই রাশেদ মাহমুদ, সিপাই আশরাফুল ইসলাম, সিপাই আবু নোমান, সিপাই তানভীর আহমেদ, সিপাই মো:আজিজুল দক্ষতার সহিত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। শান্তিপ্রিয় মাদকমুক্ত শেরপুর তথা রাষ্ট্রের জন্য এমন অফিসার চিরস্মরণীয়। অল্প সময়ে মাদকবিরোধী সফল অভিযানের জন্য শেরপুরবাসী তাহার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে যদিও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। শেরপুরবাসীর প্রাণের দাবী ওনার মত সৎ,যোগ্য, দক্ষ, দায়িত্বশীল, চৌকস অফিসার আবারো ফিরে আসুক শেরপুর জেলায়। সোস্যাল পিস প্রটেকশন কমিটি (এসপিপিসি)এর সভাপতি জনাব সিদ্দিকুর রহমান বলেন, এ পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুরে সহকারী পরিচালক হিসেবে যারাই যোগদান করেছেন তাদের মধ্যে ফয়সাল মাহমুদ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অন্যতম।ক্ষনিক সময়ে ওনার বদলিজনিত বিদায়ে আমরা আবেগাপ্লুত।মাদকমুক্ত শান্তিপ্রিয় শেরপুর জেলা গঠনের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাড.লুৎফর রহমান শাওন বিভাগীয় কর্মকর্তা ও বদলি বাস্তবায়নকৃত কর্মকর্তার প্রতি জোর দাবি জানিয়েছেন ফয়সাল মাহমুদ এর মত সৎ,যোগ্য,দক্ষ,দায়িত্ববান সহকারী পরিচালক যেনো আবারো ফিরে আসে।