ডেঙ্গুতে পুরুষের চেয়ে নারীর মৃত্যুর হার রেকর্ড ছাড়িয়েছে !
২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু আগের সব রেকর্ড ছাড়িয়েছে। গেল ১২ মাসে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯২ হাজার ৬১০ জন, নারী ১ লাখ ২৮ হাজার ৫৬৯ জন।অর্থাৎ আক্রান্তদের ৫৯.৯৭% পুরুষ, যেখানে নারী আক্রান্তের হার ৪০.০৩%।
ডেঙ্গুতে নারীর আক্রান্তের হার কম থাকলেও মৃত্যুর হার ৫৬.৮৯%।
গেলো বছরে মশাবাহিত এই রোগে মৃত্যুর তালিকায় নাম উঠেছে ৯৭০ জন নারীর।
বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত কম হলেও বেশি মৃত্যুর জন্য নারীর জীবনধারণ প্রক্রিয়াকেই দায়ী, যা ফাঁদে ফেলছে নারীকে ডেঙ্গুর বদলে যাওয়া ধরণের।