হেলাল শেখঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকাল ৩ টায় নির্বাচন কমিশনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে গত ৩ ডিসেম্বর দুপুরে মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। এই প্রার্থী বলেন, আমার শারীরিক অসুস্থতার কারণে গত মাসের ৩০ তারিখের গ্যাসের বিল ৩ই নভেম্বর জমা দেই। এই কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরপরে আমি আপিল করি। আপিল শুনানির পরে ইসি মনোনয়নপত্র বৈধতা বলে ঘোষণা করেন। ভোটের মাঠে লড়াই করা প্রসঙ্গে এই প্রার্থী বলেন, দীর্ঘ দিনের ইচ্ছা আমার এলাকার মানুষের জন্য কিছু করা। তাই আগামী নির্বাচনে ভেটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com