হেলাল শেখঃ বাংলা নববর্ষ-১৪৩১ (পহেলা বৈশাখ) উপলক্ষে দেশবাসী সবাইকে নবর্বষের শুভেচ্ছা জানিয়েছেন, ঢাকা জেলা ৭বার সেরা করদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া।শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া বলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নববর্ষ সবার মাঝে সব জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের দুঃখ, কষ্ট, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে সম্ভাবনার পথে এগিয়ে যাক ডিজিটাল বাংলাদেশ, বাংলা নববর্ষে এ প্রত্যাশা করি সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবার প্রতি দোয়া ও শুভকামনা রইলো।তিনি আরও বলেন, ‘নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রার্থনা করি। আবারও নতুন বছরের পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com