মোহাম্মদ রফিক :- চলিত মৌসুমে বোরো ধান বাম্পার ফলন হয়েছে, তাই কৃষকদের উৎসব অনুপ্রেরণা দেওয়ার জন্য, বাগেরহাট ৪ আসনের (এমপি )এইচ এম বদিউজ্জামান (সোহাগ) কৃষকদের সাথে নিয়ে মাঠের ধান কাটলেন ।গত ২৩ /এপ্রিল /২০২৪ রোজ মঙ্গলবার,বাগেরহাট জেলা,শরণখোলা থানা ধীন,৩ নং রায়েন্দা ইউনিয়নের, ৯ নং রাজেশ্বর ওয়ার্ড,জিলবুনিয়া বোরো ধানকাটা নিয়ে,কৃষকরা এক উৎসবের আয়োজন করেন।ওই উৎসবে উপজেলা কৃষি কর্মকর্তা,তারেক সুলতানের সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট ৪ আসনের (এমপি) এইচ এম বদিউজ্জামান (সোহাগ )জেলা আওয়ামী- লীগ নির্বাহী সদস্য, এম সাইফুল ইসলাম খোকন, শরণখোলা উপজেলা চেয়ারম্যান, রায়হান উদ্দিন (শান্ত)উপজেলা ভাইস চেয়ারম্যান, হাসানুজ্জামান পারভেজ, থানা,আওয়ামী- লীগ সভাপতি, আজমল হোসেন (মুক্তা) সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান (মিলন) কৃষি কর্মকর্তা,দেবব্রত সরকার, প্রবীণ আওয়ামী -লীগ নেতা, এম এ রশিদ আকন, শহীদ হোসেন বাবলু আকন প্রমুখ।প্রধান অতিথি বলেন, আওয়ামী -লীগ সরকার ক্ষমতায় আসার পর, ১০ টাকা অ্যাকাউন্টে ব্যাংক খুলে কৃষকদের সারের ভর্তুকি দিয়ে যাচ্ছে এবং কৃষিবিদ যারা আছেন,তারা প্রতিনিয়ত নতুন নতুন কৃষি উদ্ভাবন করে যাচ্ছেন। কৃষকদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই,শুধু নিজেদের প্রয়োজনে আপনারা কাজ করেন না,দেশ এবং মানুষের প্রয়োজনে হাড়ভাঙ্গা পরিশ্রম করে মানুষের আহার জোগাড় করে দিচ্ছেন এবং তিনি আরো বলেন এই এলাকার তরুণ প্রজন্ম আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা চালু করার আহ্বান জানাই।
কৃষি কর্মকর্তা বলেন শরণখোলা ৪ ইউনিয়নে ১২০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি বিভাগের সুষ্ঠু তদারকি ও পরামর্শ।হেক্টর প্রতি ৬ ১/২ মেট্রিক টন ফলন হয়েছে এবং প্রতি বিঘা জমিতে চাষীদের খরচ পড়েছে ৮ থেকে ১০ হাজার টাকা, বর্তমানে প্রতি মন ধানের বাজার মূল্য ১০০০ থেকে ১২০০ টাকা, ধান বিক্রি করে কৃষক বেশ লাভবান হবেন আশা করি।
কৃষক মোঃ আনোয়ার খান বলেন আওয়ামী -লীগ সরকার কৃষকের উপর যে ধরনের সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছে।
আমরা সরকারকে কৃতজ্ঞতা জানাই এবং তিনি আরো বলেন এই ধান কাটা উৎসবে আওয়ামী -লীগ সরকারের এমপি মহোদ্বয় সহ সকল নেতাকে অন্তরের অন্তস্থল থেকে সাধুবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com