নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশা নোচনাহার বাজারে কাপড় ও স্টেশনারি সহ চারটি দোকান আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নোচনাহার বাজারে রমজান মার্কেটের নাজমুল ইসলামের নাজমুল স্টোর, মেহেদী হাসানের মদিনা আতর হাউজ ও স্টেশনারী এবং আমিনুল ইসলামের আমিনুল ক্লোথ স্টোর নামের তিনটি দোকানে আগুন লেগে পুড়ে গেছে। স্থানীয়রা জানান, হঠাৎ করে আগুন লেগে দোকান তিনটির মালামাল পুড়ে যায়। এসময় মদিনা আতর হাউজের মালিক মেহেদী হাসান আহত হয়। তার শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত টিম লিডার মাসুদ রানা জানান, বৈদ্যুতীক সর্ট সার্কিট থেকে লাগা আগুনে দোকান তিনটিতে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এসময় তারা ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে দ্রæত ঘটনা স্থলে পৌছানোর ফলে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে তিনি জানান। তবে তিনি চলতি তাপদাহে সকলকে সাবধানে চলাচল ও বিদ্যুৎ এবং চুলায় আগুন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com