লিখন মিয়া,নকলা (শেরপুর)প্রতিনিধিঃ নকলা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ১ জানুয়ারী পালন করা হয়েছে।
শিক্ষা, ঐক্য, প্রগতি স্লোগান নিয়ে এই সংগঠনটি ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ছাত্রদল প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নকলা উপজেলার ছাত্রদলের এই আয়োজন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি-নিয়ামুল হাসান আনন্দ ও সাধারণ সম্পাদক-নাঈম হাসান উজ্জলের দিকনির্দেশনায় ও তামিম ইসতিয়াক এর নেতৃত্বে প্রথমে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়(সাবেক হুইপ প্রয়াত আলহাজ্ব জাহিদ আলী চৌধুরীর বাসভবন) জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হয় এর পর উপজেলার প্রধান সড়কে র্যালি ও শোভাযাত্রায়, সানোয়ার হোসেন অভি(নকলা পৌর-ছাত্রদলের আহ্বায়ক)
আফজাল হোসেন( নকলা উপজেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বয়ক)
আলমগীর হোসেন(নকলা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক)
তামিম ইসতিয়াক( পৌর-ছাত্র দলের সদস্য)
আশরাফুল ইসলাম রবিন(সাবেক সহ- সাংগনিক সম্পাদক, শেরপুর জেলা ছাত্র দল)
কাওসার আজাদ অর্নব (কলেজ ছাত্র দলের যুগ্ম -আহ্বায়ক)
জাহিদুল ইসলাম( পৌর ছাত্র দলের যুগ্ম-আহ্বয়ক)
শরিফুল(পৌর ছাত্র দলের যুগ্ম-আহ্বয়ক)
মনজুরুল আলম( জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দল নেতা)
পৌর ৬নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক-সায়েদ আল সাহাব রাফি এবং শুভ,সিমন সহ আরো অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দদের সমন্বয়ে র্যালি ও শোভাযাত্রা সম্পূর্ণ হয় ।
এর পর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, সানোয়ার হোসেন অভি,তামিম ইসতিয়াক, আফজাল হোসেন, আলমগীর হোসেন সহ আরো অনেকেই।
আয়োজনের শেষ অংশে দাবা খেলা এবং ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের জন্য দোয়া ও মিলাদের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।