নারায়নগঞ্জের বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি মোঃ বদিউজ্জামানকে সভাপতি ও এশিয়ান টিভির রাহাদ হোসেনকে সাধারন সম্পাদক করে নারায়নগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সকালে উপজেলার কাঠেরপুল এলাকায় বঙ্গবন্ধু দূস্থ মানব কল্যনের উপদেষ্টা সেলিনা সুলতানা কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাঈউম, সাংগঠনিক সম্পাদক মনি ইসলাম মনি, মোঃ সুমন আহমেদ দপ্তর সম্পাদক, নুরু উল্লাহ হাওলাদার সবুজ অর্থ সম্পাদক, মোঃ সেলিম প্রচার সম্পাদক, মোঃ ইমরান, কার্যকরী সদস্য, শেখ মোঃ কাউছার, কার্যকরী সদস্য, মোঃ জিহাদ কার্যকরী সদস্য, সাব্বির শেখ কার্যকরী সদস্য, রাকিব কার্যকরী সদস্য, মুহাম্মদ রায়হান কার্যকরী সদস্য ও সাব্বির হোসেন কার্যকরী সদস্য।।কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাত দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com