1. sokalerbangla@gmail.com : admin :
  2. pphelp90@gmail.com : jahid hasa : jahid hasa
  3. shahriarnishat84@gmail.com : Nishat Shahria : Nishat Shahria
  4. zahidhossainsazal72@gmail.com : Zahid Hossain : Zahid Hossain
  5. sholimuddin1986@gmail.com : Sholim : Sholim
  6. smnazrulislam.official@gmail.com : SM Nazrul Islam : SM Nazrul Islam
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘এখনও ষড়যন্ত্র চলছে ‘ – হাসনাত আব্দুল্লাহ বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে ‘ওসি’ নেজাম মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত, আহত ৩ রাসেল ঝিনাইগাতী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান বিপ্লব এর ৩৯ তম জন্মদিন পালিত  লন্ডন থেকে ফিরেই নতুন বার্তা দিলেন সালাহউদ্দিন সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার ডিএনসি এডি ফয়সাল মাহমুদ এর বদলীতে কৌতুহলী শেরপুরবাসী আলহাজ্ব হযরত আলী এর নেতৃত্বে শহরে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ  কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধন শেরপুরের ঝিনাইগাতী গজনী অবকাশ কেন্দ্রে ভ্রমণপিপাসুদের উপছে পড়া ভিড়

নীতিহীন অপকৌশলের ‘ডামি’ নির্বাচন বর্জন করুন গণতন্ত্র, ভোটাধিকার ও শোষণমুক্তির আন্দোলনে জোট বাঁধুন — বাসদ। ডাঃ আল হাসান মোবারক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টের: দেশ বাসীকে অসহযোগ আন্দোলন সহযোগিতার আহবান, সভা-সমাবেশের ওপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করে বাম গণতান্ত্রিক জোট আজ ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার সকাল ১১ টায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম।এতে রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয় নায়ক বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ পার্টির বাংলাদেশ কমেডি পার্টির সাধারণ সম্পাদক নুরুল হোসেন প্রিন্স, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ মার্কসবাদী কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য জাইদীর ভট্টাচার্য, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ কমরেড মোস্তফা মিশু।কমরেড ইকবাল কোভিদ জাহিদ বলেন বাংলাদেশ তথা বিশ্ববাসী জানে ১৮ এবং ১৪ নির্বাচন কি হয়েছিল তারা এটা কে নিয়ম রক্ষার নির্বাচন বলে দায় সেরেছেন। এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তথাকথিত তাদের চেহারা দিকে দেখেছেন কখনো,? আরা যার এসব নিবাচনে নির্বাচিত হন তাদের সচ্ছলতা, জবাবদিহিত থাকেনা, তার জমিদার হন, তাদের টাকা পয়সা কোথায় থেকে আসলো কোন কিছুই কৈফিয়ত দিতে হয় না এবার আপনার চিন্তা করে দেখেন আমরা আন্দোলন করে আদায় করে ছিলাম যারা নির্বাচেনে প্রার্থী হবেন তাদের সম্পদের বিবরণ দিতে হবে বর্তমনে তাদের সম্পাতির হিসাব দেখেছেন লুটপাট ছাড়া আইনি ভাবে এতে সম্পাদক হতে পরারে না তার মানে নির্লজ্জ সম্পদের হিসাব আমরা পেলাম। নির্লজ্জভাবে সম্পদ আয় করে নির্লজ্জ ভাবে ক্ষমতা ভোগ করেছে তাদের আরেক বারা নির্লজ্জ ভাবে জোর করে ক্ষমতায় থাকতে হবে। তা না হলে পালাবার পথ থাকবে না। আমি আর ডামি নির্বাচন এখনো শুরু হয় নাই এলাকায় এলাকায় দাঙ্গাফেসাদ শুরু হয়ে যাবে তাহলে আগামী ৭ তারিখ পর্যন্ত বাংলাদেশ সহিংসতা বৃদ্ধি পাবে এবং জনগণের জানমালের ক্ষতি হবে। এই সভা থেকে দাবি জানাই এক সেকেন্ড দেরি না করে এই মুহূর্তে আমি নির্বাচন এখনই বন্ধ করুন। অন্যান্য বক্তব্যগণ বলেন দেশে আরও একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।সরকারের অনুগত নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ৭ জানুয়ারি ২০২৪ এরই মধ্যে একতরফা নির্বাচন করতে গিয়েই একটা অসুস্থ অনিশ্চিত রাজনৈতিক সামাজিক পরিস্থিতি তৈরি করা হয়েছে। বিগত দিনের বিনা ভোটে দশম এবং রাতের ভোটে একাদশ সংসদ নির্বাচনের অভিজ্ঞতায় ভোটের প্রতি মানুষ আস্থা এবং ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। এবার তাই সরকারিদল তাদের আসল প্রার্থী ও ডামি প্রার্থী দিয়ে ভোট কেন্দ্রে লম্বা লাইন ও জটলা তৈরি করে কৃত্রিম জমজমাট ভোট দেখানোর চেষ্টা করছে। পাশাপাশি বিভিন্ন দল ভাঙিয়ে, উচ্ছিষ্টভোগীদের জড়ো করে অপর বুর্জোয়া প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তিকে নির্মূল করার অভিযান অব্যাহত রেখেছে। এই ধরনের নির্বাচন জনজীবন ও জাতীয় চরিত্র-চেতনা ও সংস্কৃতির ভিত্তিমূলে আঘাত করে, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে নির্বাসিত করে, মুক্তিযুদ্ধের মৌল চেতনা ও গণ আকাঙ্ক্ষাকেও পদদলিত করে। গত ৫২ বছরে ধাপে ধাপে গদি রক্ষা ও গদি দখলের নানা কৌশল, চক্রান্ত, সংঘাত-সংঘর্ষের মধ্যদিয়ে আজ তা শেষ ধাপে পৌঁছেছে। এ অবস্থার সুযোগে সাম্রাজ্যবাদী শক্তিগুলি প্রকাশ্য তৎপরতায় নেমেছে। অতীতে ‘১৪, ‘১৮ সালেও ভারতীয় সাম্রাজ্যবাদের নির্লজ্জ হস্তক্ষেপের নজির দেশবাসী দেখেছে। এ সবই হয়েছে শাসক শ্রেণির লুটপাটতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্রের স্বার্থে। প্রহসনের নির্বাচন করে বর্তমান সরকার পুনরায় ক্ষমতাসীন হলে কর্তৃত্ববাদী-ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হবে, জনগণের উপর দমন- পীড়ন, শোষণ-নির্যাতন বহুগুণে বাড়বে। এখন সময় এ অন্যায় জবরদস্তি, ভাগাভাগির অনৈতিক ‘ডামি’ ভোট থেকে জনগণের বিরত থাকা। এ জন্য প্রয়োজন বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিসমূহ ঐক্যবদ্ধ অবস্থানে শামিল হয়ে জোর প্রচার কার্যক্রম চালানো যাতে জনগণ। ভোট কেন্দ্রে না যায়, ভোট বর্জন ও রুখে দাঁড়ায়। আসুন, ৫২ বছরের বুর্জোয়া শ্রেণির নেতৃত্বে দেশ পুজিবাদের পথে চলায় মুষ্টিমেয় লুটপাটকারীর স্বার্থের কাছে বলি হওয়া জনস্বার্থ উদ্ধারে সমাজতন্ত্রের লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করি। আওয়াজ তুলি ভাগবাটোয়ারা ও প্রহসনের এই একতরফা নির্বাচন বর্জন করুন, রুখে দাঁড়ান।আওয়ামী ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করার আহবান জানায় এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন দিন। সকাল বক্তা অসহযোগ আন্দোলন আহবান জানান এবং সরকার কে সকল ক্ষেত্রে অসহযোগিতা করার জন্য সহযোগিতা চান। সমাবেশে অন্যান নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ মার্ক্সবাদীর নেতা জয়দীপ ভট্টাচার্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলীসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014
Theme Customized BY LatestNews