লিখন মিয়া, নকলা(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানাকে ন্যালসন ম্যান্ডেলা এ্যাওয়ার্ডের পর এবার দেওয়া হলো নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৪।
গত মার্চের ৫ তারিখ সকাল ১১ টার দিকে সাংবাদিক রানা তার এসএসসি পড়ুয়া সন্তানকে সাথে নিয়ে ব্যাংক একাউন্ট করতে যাওয়ার পথে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাইকা প্রকল্প এবং ইউডিসি প্রকল্পের পঞ্চান্ন লক্ষ টাকার তথ্য অধিকার ফরমে আবেদন নিয়ে গেলে তৎকালীন আ:লীগ সরকারের সৈরাচার নেতাদের সমন্বয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানীন এ এসিল্যান্ড শিহাবুল আরিফ মিলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাত মাসের কারাদণ্ড দিলে দেশ রূপান্তর পত্রিকার ডাকে একত্রিত হয় সকল সম্পাদক মন্ডলি গঠিত কমিটি। সারাদেশে সাংবাদিকের আন্দোলন শুরু তথ্য কমিশনার শহিদুল আলম ঝিনুকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। সাত দিন কারাভোগের পর জামিন দেয় সাংবাদিক রানাকে।পরে একপর্যায়ে ইউএনও সাদিয়ার লুটপাট দামাচাপার প্রমাণ পেয়ে ইউএনও সাদিয়ার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং সাংবাদিক রানার কার্যক্রমে কোন ত্রুটি ও ইউএনও সাদিয়ার করা অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় রানাকে বেকসুর খালাশ দেয় আদালত। এরই ধারাবাহিকতায় দেশ-বিদেশের অন্যান্য সাংবাদিক সুরক্ষা এনজিওদের সাথে নিবিড় পর্যবেক্ষণ করে সার্ক কালচারাল কাউন্সিল নেপাল সংগঠনের বাংলাদেশ কর্মকর্তারা। পরে নির্যাতিত সাংবাদিক হিসেবে গত ১৯ অক্টোবর ন্যালসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড দিয়ে মূল্যায়ন করা হয় দেশ রূপান্তরের সাংবাদিককে। গত ২৯ নভেম্বর শুক্রবার নেপালে অনুষ্ঠিত নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্ট গোল্ডেন এ্যাওয়ার্ড অনুষ্ঠিত আমন্ত্রণ পায় সাংবাদিক রানা। মায়ের অসুস্থতা জনিত কারণে উক্ত অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় নেপালের সভাপতির উপস্থিতিতে এ্যাওয়ার্ড এবং সনদ বাংলাদেশ কাউন্সিল অফিসে আসলে সভাপতি আর কে রিপনের অনুরোধক্রমে ঢাকা আজিমপুর৷ কার্যালয় থেকে ৪ ডিসেম্বর বুধবার বিকালে এ্যাওয়ার্ডটি গ্রহণ করেন দেশ রূপান্তরের নকলার সাংবাদিক শফিউজ্জামান রানা। এ্যাওয়ার্ড গ্রহণকালে সাংবাদিক রানার সাথে ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডেই ইন্ড্রাস্টি পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান, কোষাধ্যক্ষ, ভোরের বানীর সাংবাদিক আইনুল নাইম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আজকের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রাইসুল ইসলাম রিফাত।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com