পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমিতি উপজেলা শাখার উদ্যেগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৫ নভেম্বর ) সকাল ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে কৃষকদের ন্যায্য দাবী নিয়ে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা শাখার সভাপতি জি.এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সম্পাদক ও কৃষক সমিতির সদস্য কমরেড নাসির তালুকদার। ন্যাপ নেতা খান মতিউর রহমান, কৃষক নেতা গাজী আলতাফুর রহমান, নয়নাভিরাম গাইন, আমিনূল ইসলাম, মো.জুলফিকার আলী, মো.ফাহাদ আবদুল্লাহ, আবদুল হক গাজী ও মো. আমানুল্লাহ সহ প্রমূখ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, এ এলাকায় ধান পরিমাপে ৪০ কেজিতে ধান ক্রয়ের পরিবর্তে ৪৬ কেজিতে মন ধরা হচ্ছে যা কৃষকদের ঠকানো হচ্ছে। এ ছাড়া সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা, সকল প্রকার খাল,বিল কৃষকের স্বার্থে লীজ দেয়া বন্ধ করে উন্মুক্ত রাখতে হবে। বক্তরা আরো বলেন,চীনে কৃষকদের সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয় বলে সে দেশ অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, অপরদিকে,বাংলাদেশের কৃষক পদে পদে অবহেলিত, অথচ মানুষের জীবন- জীবিকার প্রান হচ্ছে কৃষক।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক
সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, সহ-সম্পাদকঃ মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০, রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, 01711280916, ইমেইলঃ choukasinfo21@gmail.com