শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-খুলনার পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলামের সাথে কমিউনিটি পুলিশিং ফোরামের ইউনিয়ন ও পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ১৬ সেপ্টেম্বর শনিবার ওসি'র অফিসকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে চুরি,রাহাজানি, অজ্ঞান পার্টি,ইভটিজিং, মাদক-জুয়া,বাল্য বিয়ে দমনে পুলিশের পাশাপাশি পুলিশিং ফোরামের কর্মতৎপরতা বাড়ানোর উপর তাগিদ দিয়ে বিভিন্ন স্থানে পুলিশং ফোরামের সভা-সমাবেশের প্রস্তুতি গ্রহন করা হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ব্যবসায়ী মোঃ দাউদ শরীফ,পৌর কমিটির সম্পাদক সহকারী অধ্যাপক ময়নুল ইসলামসহ ইউনিয়ন কমিটির সভাপতি / সম্পাদকদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম কেরু,শেখ রফিকুল ইসলাম,বিভুতী সানা,এসএম শাহাবুদ্দিন শাহিন, সায়েদ আলী মোড়ল কালাই, ইউপি সদস্য হাসানুজ্জামান,আঃ হালিম খোকন,আনিছ গাজী,দীজেন্দ্র নাথ মন্ডলসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com