1. sokalerbangla@gmail.com : admin :
  2. zahidhossainsazal72@gmail.com : Zahid Hossain : Zahid Hossain
  3. smnazrulislam.official@gmail.com : SM Nazrul Islam : SM Nazrul Islam
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটের গুরকচিতে আরেকটি শাপলা বিলের সন্ধান পাওয়া গেছে।  ” স্বপ্নবাজ “এর উদ্যোগে টি১০ ক্রিকেট টুনামেন্ট- ২০২৫ সদরপুরে প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল এর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ সাবেক কাউন্সিলর “অমিয় সরকার গোরা’র” ৯ম মৃত্যুবার্ষিকী আজ। পিরোজপুরে উপ-সচিবের গ্রাম আদালত পরিদর্শন শেরপুরের ঝিনাইগাতীতে শীত উপলক্ষে পিঠা খাওয়ার ধুম শেরপুরে দু’পক্ষের দ্বন্দ্ব থামাতে গিয়ে ব্যবসায়ী খুন, আটক ২ সদরপুরে নতুন বইয়ের ঘ্রান পায়নি ২০হাজার প্রাথমিকের শিক্ষার্থীরা আশুলিয়ায় বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া প্রায় পাঁচ হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৩ জন গ্রেপ্তার

পাবলিক মামলায় ১০টা নাম ৫০টা বেনাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

ফরহাদ ভুইয়াঃ ভুয়া মামলায় কেউ যেন হেনস্তার শিকার না হয় সেদিকে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন ন্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন।এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।মামলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়ের হওয়া মামলায় অনেককে আসামি করা হয়েছে। সাথে সংবাদিকও আছেন। মামলাতো আমার পুলিশ দেয়নি, মামলা দিয়েছে জনগণ। ১০ টা নাম ৫০টা বেনাম। এ সম্পর্কে আমরা টাকা দিয়ে বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন দিয়েছি । যদি একচুয়াল মামলা হলে আপনারে ধরার কথা। এরকম যাদের আছে কাউকে কি ধরা হইছে? আইশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। আজও বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এ ব্যাপারে আলাপ করা হয়েছে। এ ব্যাপারে আপনাদের সাংবাদিকদের সাহায্য এবং সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। পুলিশের মনোবল দুইদিনে চেঞ্জ হয় না মন্তব্য করে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে।তাছাড়া মনোবল দুইদিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার।যেসকল পুলিশ সদস্যরা এখনও কাজে যোগদান করেনি তারা আইনের দৃষ্টিতে অপরাধী উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যারা জয়েন করেনি আমাদের চোখে তারা ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। আপনারা খোঁজ নিতে পারলে আমি ধরব। আপনারা খোঁজ নিয়ে জানান।জুলাই হত্যাকাণ্ডে অংশ নেওয়া অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে জুলাই হত্যাকাণ্ডে অংশ নেওয়া অস্ত্রধারীদের গ্রেপ্তার চলমান রয়েছে। এসময় জুলাই হত্যাকাণ্ডে চট্টগ্রামে অন্তত ৫০ জন অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তাদের মধ্যে সিএমপি শুধু একজন এবং র‍্যাব চারজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার করতে পারেনি। এমনকি অস্ত্রও উদ্ধার করা যায়নি—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি উপস্থিত পুলিশ কমিশনারকে অস্ত্রধারীদের তালিকা করে তাদের গ্রেপ্তারে ব্যবস্থা গ্রহণের তাৎক্ষণিক নির্দেশ দেন।চট্টগ্রামে সম্প্রতি সনাতন ধর্মালম্বীদের নতুন ঐক্যজোট দাবি করেছে সরকার, রাষ্ট্র এবং প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ধন দিচ্ছে এমন প্রশ্নরে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার উত্তর আপনারা সবচেয়ে ভাল দিতে পারেন। আপনি এটা লেখেন— আমরা কোনোকিছু কারো ক্ষতি করছি না। আপনারা অনুসন্ধান করে বলেন। আর উস্কানির বিষয় তো আগেই বললাম। পার্শ্ববর্তী দেশ উস্কানি দিচ্ছে।সম্প্রতি পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, বিষয়টিকে কিভাবে দেখছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই জাহাজটা মিডল ইস্ট থেকে আসছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে সেখান থেকে আমাদের দেশে আসছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে? আমরা কি কারো কাছে বন্দি যে শুধু তাকেই সেবা করবো? আমার দেশ সবার উপরে। খেজুর, পেঁয়াজ, আলু—এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দিবো না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারতের মিডিয়া মিথ্যা প্রচার করে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনালের মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) সাংবাদিকদের কাছে অনুরোধ রেখে বলেছেন, ‘আপনাদের কাছে অনুরোধ—মিথ্যা সংবাদ দিবেননা। এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার কিন্তু কোনো সুনাম নাই। তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা (সাংবাদিক)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014
Theme Customized BY LatestNews