“তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি” এই প্রতিপাদ্য সামনে রেখে তথ্য অধিকার আইন ২০০৯ এর বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গল ও বুধবার (২৬ ও ২৭ নভেম্বর) পিরোজপুর টাউন ক্লাব মাঠে সচেতন নাগরিক কমিটি (সনাক)এর আয়োজন এবং জেলা প্রশাসন পিরোজপুর এর সহোযোগিতায় তথ্য মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি জনাব এম এ রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান জেলা প্রশাসক পিরোজপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সেলিম হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পিরোজপুর, আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিরোজপুর। এছাড়াও অন্যান্য গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন,তথ্য অধিকার আইনই একমাত্র আইন যা জনগনকে ক্ষমতায়ন করছে।এ তথ্য মেলায় অংশ গ্রহণ করেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান সমূহ হলো আঞ্চলিক পাসপোর্ট অফিস পিরোজপুর, উপজেলা ভূমি অফিস পিরোজপুর সদর পিরোজপুর, প্রধান ডাকঘর পিরোজপুর, জেলা পুলিশ পিরোজপুর, পৌরসভা কার্যালয় পিরোজপুর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পিরোজপুর, জেলা প্রশাসন পিরোজপুর, ব্রাক পিরোজপুর সহ অন্যান্য প্রতিষ্ঠান।