শেরপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব মোঃ আকরাম হোসেন চৌধুরী কে শেরপুর জেলায় তাঁর নির্ধারিত সফর সূচি অনুযায়ী সার্কিট হাউজ শেরপুরে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম। পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় বিচারপতি মহোদয়কে " গার্ড অব অনার" প্রদান করে।
এসময় শেরপুর জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ তৌফিক আজিজ, জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান-সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com