মোহাম্মদ ইলিয়াছ, পেকুয়া উপজেলা প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় আনোয়ারা- বাঁশখালী চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে বিপরীত মুখি দ্রুতগামী ডাম্প ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ মোট ৫ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে আনোয়ারা- বাশঁখালী চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে উপজেলার টৈটং ইউনিয়নের হাজীবাজার বটগাছ তলা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নিহত ৫ জন যাত্রী চট্টগ্রামমুখী অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা যায়। এদের মধ্যে ধনিয়া কাটা এলাকার অটোরিকশা চালক মৃত সৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান (২২)। চট্টগ্রামের হাটহাজারী সমিতি পাড়া এলাকার বাসিন্দ মুন্সি মিয়ার পুত্র মো. ফিরোজ (৪৯) ও তার স্ত্রী শাহিন আকতার (২৯) এবং নিহত ফিরোজের (০৮ মাস) বয়সী শিশু জাহেদুল ইসলাম ও উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বজল আহমদের পুত্র মৌলানা আবদুর রহমান (৩৮)।
সরেজমিনে জানা গেছে, পেকুয়া চৌমুহনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটোরিকশা হাজীবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি নাম্বার বিহীন সিএনজি ও ঘাতক ডাম্পার ট্রাক যার রেজিঃ নং চট্র মেট্রো-শ ১১-৪৪৫৯, জব্দ করা হলেও চালক হেলপার পলাতক থাকাই তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com