ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার আওয়ামী লীগ নেতা রিপন মল্লিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। তিনি শহর আওয়ামী লীগের ১নং সদস্য বলে জানা গেছে।
রিপন মল্লিকের ভাই মনির মল্লিক বলেন, সোমবার রাত ১০টার পরে প্রতিবেশী শিরিন আক্তারের বাড়িতে ডেকে নেওয়া হয়। রাতে খবর পাই, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে রিপনকে মৃত অবস্থায় পাই। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখতে পাই। তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। শিরিনের কাছে জমি বিক্রির টাকা পেত।
অন্যদিকে ঝালকাঠি সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড মনে করছি। এর পেছনে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের রিপোর্টের পরে বিস্তারিত বলা যাবে।
তিনি জানান, এ ঘটনায় শিরিন আক্তার নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com