এম.এম কামালঃ চাঁদপুরে চাঁদাবাজি সন্ত্রাসী রাহাজানি দিন দিন বেরেই চলছে কোন অবস্থাতেই যেন এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। বসত বাড়ি নির্মাণের সময় চাঁদা না পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর লুটপাট হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছোট ভাই সালাউদ্দিন মিজি আহত মোস্তফা মিজি তার স্ত্রী হাসিনা বেগম ও মা রোশনা বেগমকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়।
সুপ্রিয় দর্শকমন্ডলী ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড সোবহান গ্রামের মোস্তফা মিজির বাড়িতে।
আহতের পরিবাররা অভিযোগ করে বলেন,সালামত মিজির ছেলে মোস্তফা মিজি নিজের পৈত্রিক সম্পত্তির উপর বসতবাড়ি নির্মাণ কাজ শুরু করে। এ সময় এলাকার কিছু চাঁদাবাজ চক্ররা তার কাছে টাকা চায়।
সে টাকা দিতে অপরগতা স্বীকার করলে মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী তালুকদার বাড়ির শিরাজ তালুকদারের ছেলে নয়ন,
খাজা তালুকদারের ছেলে রাকিব, নাসির তালুকদারের ছেলে সজীব বহিরাগত কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা মোস্তফা মিজিকে বেদম মারতে মারতে জামা কাপড় খুলে সোবহান রাস্তার মাথায় সাবেক মেম্বার মানিকের মুদি দোকানের সামনে এনে ফেলে রেখে চলে যায়।
এই ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা মোস্তফার মা রোসনা বেগম ও স্ত্রী হাসিনা বেগমকে কুপিয়ে জখম করে।
আহত হাসিনা বেগম জানায়, এলাকা চিহ্নিত চাঁদাবাজ চক্ররা সাধারণ মানুষদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। নতুন করে কেউ বাড়ি নির্মাণ করলেই তাদের দিতে হয় চাঁদা। না দিলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনার দিন বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করে ঘরে থাকা নগদ ৩২ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় স্বামী মোস্তফা মিজি ও শাশুড়ি রোশনা বেগমকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে। তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
এই ঘটনায় যারা হামলা ও লুটপাট করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com