মোঃ আবদুল রহিম :- ফেনী শহরে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি কালে কিশোর গ্যাং "SWAG 47"র ৬ সদস্য গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার ২৬ এপ্রিল ফেনীস্থ র্যাব ক্যাম্প থাকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার ২৫ এপ্রিল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের মধ্যম রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউপির সুন্দরপুর এলাকার মাইনুদ্দিনের ছেলে মোঃ সৈকত (১৭), পাঁচগাছিয়া এলাকার রাজিবের ছেলে মোঃ আরমান (১৯), মিয়াজী রোডস্থ মৃত স্বপনের ছেলে মোঃ আসিফ (১৮), বারাই গনি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ বাবু (১৯), সোনাগাজী উপজেলার বাদাদিয়া এলাকার মাইনুদ্দিন মানিকের ছেলে মোঃ মাহি (২২), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার জরম নদী এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ মানিক (১৮)।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কতিপয় দুষ্কৃতিকারী ঘটনাস্থলে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ কর ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, একটি আভিযানিক দল রাত আনুমানিক ০৭.৪৫ ঘটিকার দিকে বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই ৭/৮ জন কিশোর দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা এ ৬ জনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের তল্লাশী করে জিন্সের প্যান্টের পকেট হতে ০১টি স্টীলের চাকু, ০১ টি ফোল্ডিং চাকু উদ্ধার ও কয়েকটি মোবাইল সহ প্রত্যেককে গ্রেপ্তার করা হয়।র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ফেনী জেলার বিভিন্ন এলাকার স্থানীয় কথিত "SWAG 47" নামক কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল এবং পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছিল বলে স্বীকার করে।ফেনীস্থ র্যাব-৭'র ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকালে গ্রেপ্তারকৃত আসামীদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক
সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, সহ-সম্পাদকঃ মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০, রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, 01711280916, ইমেইলঃ choukasinfo21@gmail.com