জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান চলমান, এক জন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে গত ১৩ মে ২০২৪ Sanvee's By Tony, পুলিশ প্লাজা, গুলশান, ঢাকায় সরেজমিনে তদন্ত করে পাকিস্তানি ড্রেস ক্রয়ের পক্ষে কোন ডকুমেন্ট দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর প্রেক্ষিতে গত ১৪ মে ২০২৪ অভিযুক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অধিদপ্তরে উপস্থিত হয়ে উক্ত পাকিস্তানি ড্রেস Lakhani Collection, ঠিকানা: ৫১৮/৫১৯ সুবাস্তু এরোমা শপিং কমপ্লেক্স, এলিফ্যান্ট রোড, ঢাকা থেকে ক্রয় করেছেন মর্মে জানান। এর ধারাবাহিকতায় বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের স্বার্থে এবং Sanvee's By Tony'র তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আজ ১৫-০৫-২০২৪ তারিখ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় Sanvee's By Tony কর্তৃক পাকিস্তানি ড্রেস্ট নামে যে ড্রেস বিক্রি করা হয়েছে তা Lakhani Collection এর স্বত্বাধিকারী তা বিক্রি করেনি মর্মে লিখিত দিয়েছেন, Lakhani Collection পাকিস্তানি বলে ড্রেস বিক্রি করলেও পাকিস্তানি ড্রেসের পক্ষে কোন ডকুমেন্ট/ ইমপোর্টের কাগজপত্র/বা কোন ক্যাশমেমো দেখাতে পারেনি, Lakhani Collection পাকিস্তানি ড্রেস বিক্রি করলেও যেখান থেকে ক্রয় করেছেন তার পক্ষে কোন ডকুমেন্ট/ক্যাশমেমো দেখাতে পারেনি, এসকল ড্রেস বিক্রির ক্যাশমেমো দেখাতে পারে নি এবং কিছু ক্যাশমেমো পাওয়া যায় যেখানে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা দেয়া নেই। উল্লেখিত অপরাধে Lakhani Collection এর সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয় এবং আগামীকাল সকালে অধিদপ্তরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা ব্যাখ্যা দেয়ার জন্য বলা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে নিশ্চিত করেন, আতিয়া সুলতানা উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার)(অতিঃ দাঃ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com