বিশেষ প্রতিনিধি ফরহাদ ভূঁইয়াঃ চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে পড়েছেন কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন। কোতোয়ালি থানায় থাকাকালীন তার হাতে নির্যাতিতরা এই ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে। একাধিক নেতাকর্মীরা জানান, বিগত ১৫ বছর ওসি নেজামের অত্যাচারে তারা শান্তিতে বাসায় ঘুমাতে পারেনি।
নেজাম উদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে নির্যাতিতদের রোষের মুখে পড়েন ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। এ সময় তারা নেজামের শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়। তখন বিএনপির একজন ওসি নেজামকে আওয়ামী লীগের দোসর পরিচয় দিয়ে চিকিৎকার শুরু করে। তিনি বলেন, এই আওয়ামী লীগের দোসর ওসি নেজামের কারণে আমি আমার সন্তানের মুখও দেখতে পাইনি। সে আমাদের নেতা ডা. শাহাদাত ভাইকেসহ আমাদেরকে আজ ১৫ বছর কষ্ট দিয়েছে। এসময় ওসি নেজাম তাকে বেজ্যুতি না করার জন্য বারবার অনুরোধ করেন। খবর পেয়ে পাঁচলাইশ থানার পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। পরে বিস্তারিত জানানো যাবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করছেন।