আনোয়ার হোসেন। নিজস্বপ্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানা সীমান্ত এলাকার পুটখালী গ্রামে এলাকায় অভিযান চালিয়ে ৩৯৬ বোতল ফেন্সীডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারকরেছে র্যাব।গত মঙ্গলবার সন্ধ্যার পর বেনাপোল সীমান্তো এলাকার পুটখালী গ্রামের অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলো পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান ও বালুন্ডা গ্রামের সিরাজুল গাজীর ছেলে ইসরাফিল গাজি।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর সাবিব হোসেন।র্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন বেনাপোল পোর্ট থানা এলাকার পুটখালী গ্রামে স্থানীয় ওলিয়ার রহমানের মালিকানাধীন বিশাল গরু ফার্মের ভিতর বিক্রির জন্য ফেন্সিডিল মজুদ করেছে মাদক কারবারিরা। খবর পেয়ে গতমঙ্গলবার সন্ধ্যার সময় অভিযান পরিচালনা করে র্যাব। ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান ও ইসরাফিল গাজিকে গ্রেপ্তার করা হয়।এ সময় জিজ্ঞাসাবাদে ওই ফার্মের উত্তর পাশের একটি জমির কলা গাছের ঝোপ থেকে দুই বস্তায় পাওয়া যায়। সেখান থেকে ৩৯৬ বোতল ফেন্সীডিল জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব কর্মকর্তা মেজর সাবিব হোসেন জানান, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে ফেন্সীডিল কিনে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করে থাকে। গ্রেপ্তার হাফিজুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুইটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে মোঃ ইসরাফিলের বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।জব্দকৃত মাদকদ্রব্য গ্রেপ্তারকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।গতকাল বুধবার তাদের যশোর সদর জেল হাজতে পাঠায় পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com