সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে সরকারী জায়গায় গণসৌচাগার নির্মানে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা বানিজ্য বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানাগেছে, ২৪নং জরিপের ডাঙ্গী মৌজার ৩২১৩ নং দাগে ২০০৫ সালে ৯২নং দলিল মূলে জনৈক শফিকুল ইসলাম ৫ শতাংশ জমি ক্রয় করে দোকান ঘর নির্মান করে। সম্প্রতি উক্ত দোকান ঘরের সামনে সরকারী খাস জায়গায় গণ সৌচাগার নির্মানের উদ্যোগ নেয় বাজার কমিটি।
এরই ধারাবাহিকতায় গণসৌচাগারের নির্মান কাজ চলমান রয়েছে। বাজারের ব্যবসায়ী ও দোকান মালিক ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, আমার দোকানের সামনে খাস জায়গাসহ আশেপাশে আরো অনেক খাস জায়গা রয়েছে। রহস্যজনক কারনে আমার দোকান ঘরের সামনেই গণ সৌচাগারটি নির্মান করা হচ্ছে। এই জায়গায় আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গণ সৌচাগারটি নির্মান হলে আমার দোকানটি সম্পুর্ণ অকেজো হয়ে যাবে। উপজেলা প্রশাসনের নিকট আমার আকুল আবেদন যাহাতে উক্ত গণ সৌচাগারটি আমার দোকানের সামনে থেকে সরিয়ে অন্যত্র সরকারী খাস জমিতে নির্মান করা হয়। এতে আমার ব্যবসা প্রতিষ্ঠানটি বেচে যাবে এবং গণ সৌচাগার নির্মানেও কোন সমস্যা হবে না।
এ ব্যপারে জয়বাংলা বাজার কমিটির সভাপতি ও চর বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান- ইতিপূর্বে আমি সমঝোতার ভিত্তিতে সীমানা নির্ধারণ করে দেই। কিন্তু উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রূবানা তানজিন সরকারী খাস জমি নির্ধারণ করে গণসৌচাগার নির্মানের সীমানা নির্ধারণ করে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com