ঢাকা মেট্রোপলিটন সিটিতে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।
গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মোঃ মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা তিন দিনের মধ্যে নিষিদ্ধ করার নির্দেশ দেন।একই সঙ্গে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করার ক্ষেত্রে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে রুল জারি করা হয়।স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা পুলিশ কমিশনারসহ ঢাকার দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।আইনগত কোনো বৈধতা না থাকলেও দীর্ঘদিন ধরে রাজধানীর অলি-গলিতে চলছে ব্যাটারিচালিত রিকশা। তবে সরকার উৎখাতের আন্দোলনের পর থেকে নগরীর প্রধান সড়কেও চলাচল শুরু করেছে এসব যানবাহন।এদিকে, মঙ্গলবার ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।পরদিন ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল অব্যাহত রাখার দাবিতে রিকশাচালকরা দয়াগঞ্জ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন।কোনো নিয়ন্ত্রক সংস্থা দ্বারা বৈধ না হওয়া সত্ত্বেও, ব্যাটারি চালিত রিকশা গত এক দশকে গ্রাম ও শহরে জনপ্রিয়তা পেয়েছে। তবে শহরের সড়কে এসব যানবাহনের উপচে পড়া ভিড় জীবনে নিয়ে এসেছে নতুন দুর্ভোগ।এর আগে, 2022 সালের এপ্রিলে, আপিল বিভাগ আদেশ দিয়েছিল যে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন মহাসড়কে অনুমতি দেওয়া হবে না। ফলে মহাসড়ক ছাড়া অন্য সব সড়কে এসব যান চলাচলের অনুমতি দেওয়া হয়।চলতি বছরের শুরুতে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু চালকদের প্রতিরোধের মুখে সরকার সিদ্ধান্ত থেকে সরে আসে।অন্তর্বর্তী সরকারের আমলে আবারও এমন উদ্যোগ নেওয়ার পর গত পাঁচ দিন ধরে রাজধানীজুড়ে চলছে বিক্ষোভ ও সংঘর্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক
সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, সহ-সম্পাদকঃ মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০, রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, 01711280916, ইমেইলঃ choukasinfo21@gmail.com