ভেঙে ফেলা হলো ‘ইত্যাদি পয়েন্ট’১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ট্যাকেরঘাট মুক্তাঞ্চলে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি ও ইতিহাস জড়িয়ে আছে। এখান থেকে মুক্তিযোদ্ধারা বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করতে যেতেন। শহীদ সিরাজ লেকের তীরে চিরনিদ্রায় শায়িত আছেন সিরাজুল ইসলাম নামে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা। তিনি জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় সম্মুখসমরে অংশ নিয়ে পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন। পরে তার মরদেহ নীলাদ্রি লেকের পাশে দাফন করা হয়।যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, ‘শহীদ সিরাজ লেকের নাম পরিবর্তন করে “ইত্যাদি পয়েন্ট” করা উচিত হয়নি। এটি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান।জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন বলেন, ‘শহীদ সিরাজ লেকের নাম পরিবর্তন করে “ইত্যাদি পয়েন্ট” লেখা ঠিক হয়নি। এখানে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি।’ইত্যাদি পয়েন্ট” নির্মাণকাজ বন্ধ করা হয়েছে এবং ইতোমধ্যে নির্মিত সব স্থাপনা অতি দ্রুতই অপসারণ করা হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com