মোছাদ্দেক হোসেন বাহার, ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্ট খামারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ৩দিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে প্রশিক্ষণের সমাপনি ঘোষণা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা দুইটি ব্যাচে প্রশিক্ষণের আয়োজন করে।
সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের লেকচারার তানভির আহমেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহাদুদ ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী এবিএম কাউছার আহমেদ। অনুষ্ঠানে পরিচালনা করেন জিজেইউএস এর উপ-পরিচালক মো. আবুবকর তানভির। প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, কোডেক. পরিবার উন্নয়ন সংস্থা ও ওয়েভ ফাউন্ডেশনের ৫০জন খামারী অংশ নেয়।