মোছাদ্দেক হোসেন বাহার,ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় বিয়ের বাজারের পরিবর্তে, বিয়ের লেতারে করে, গাজার বাজার করে নিয়ে যাওয়ার সময় ইলিশা তদন্ত কেন্দ্রে ইনচার্জ তাজিব ইসলামের হাতে আটক হয় হৃদয় নামে এক ব্যক্তি। ভোলাই মাদক বিরোধী অভিযানে,ইলিশা তদন্ত কেন্দ্র ইনচার্জের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে ইলিশা ঘাটে একটি অভিযান পরিচালনা করেন পুলিশটিম।
সুএে জানা যায়, লঞ্চপল্টন থেকে লেতার হাতে নিয়ে সিড়ি দিয়ে উপরে ওঠার সময়, লেদার থাকা ১০ কেজি গাঁজা সহ হৃদয়কে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত হৃদয় ফেনী জেলার,পশুরাম থানার মৃত লিটন মিয়ার ছেলে বলে জানা যায়।
এ বিষয়ে ইলিশা তদন্ত ইনচার্জ তাজীব ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হৃদয়কে ১০ কেজি গাঁজা সহ আটক করতে সক্ষম হই। আটককৃত হৃদয়ের বিরুদ্ধে মাদক মামলা আইন প্রক্রিয়াধীন।