মোছাদ্দেক হোসেন বাহার,ভোলা প্রতিনিধিঃ ভোলায় অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে ১০৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সার্টিফিকেট ও টুলস বিতরণ করা হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ৫টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা ১০৫ জন প্রশিক্ষণার্থীকে এই সার্টিফিকেট ও টুলস বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউট অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এসডিএফ-এর আঞ্চলিক পরিচালক রওনক ফেরদৌস। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক (এডভোকেসি, লিগ্যাল ও ট্রেনিং) এডভোকেট বিথী ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তাফা কামাল, উপ-পরিচালক মো. আবুবকর তানভির এবং এসডিএফ-এর আঞ্চলিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট-এর অধ্যক্ষ সাধন কুমার পাল।প্রশিক্ষণার্থীদের মধ্যে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন জেনারেল কেয়ারগিভিং-এর রুবিনা আক্তার, টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং-এর চামিলি আক্তার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স-এর মো. ইসমাইল, মোবাইল ফোন সার্ভিসিং-এর মো. আল আমিন। তাদের বক্তব্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণ প্রাপ্তদের ভবিষ্যৎ কর্মসংস্থান এবং জীবনের উন্নয়নে এই প্রশিক্ষণ ও প্রদত্ত টুলসের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণ প্রাপ্তরা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com