মোছাদ্দেক হোসেন বাহার, ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় তাবলীগ জামাত মাওলানা সাদ অনুসারীরা ধর্মীয় অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসন বরাবর স্বারকলিপি প্রদান করেন। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় মার্কাজ মসজিদ ভোলা যুগিরঘোল ঈদগাহ জামে মসজিদের সামনে জেলা প্রশাসন বরাবর স্মারক লিপি প্রদানের উদ্দ্যেশ্যে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে সেখানে অবস্থান করেন। এসময় তারা তাদের আমির মাওলানা সাদকে দেশে আসার অনুমতি এবং ধর্মীয় অধিকারে মসজিদে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নিয়ে জেলা প্রশাসক বরবার একটা স্মারক লিপি প্রদান করেন।তারা জানান, ষড়যন্ত্রের শিকার হয়ে গত ৭ বছর যাবত তারা তাদের আমির মাওলানা সাদ থেকে বঞ্চিত। আসন্ন ইজতেমায় তারা তাদের আমিরকে দেশে আনার অনুমতি চাচ্ছেন। তারা দাবী করছেন দুনিয়াবি সার্থে কিছু মানুষ ইসলাম ধর্মের এই তাবলীগ জামাত দলটিকে দুভাগে বিভক্ত করার চেষ্টা করছে। তারা এটাও দাবি করছেন আমির মাওলানা সাদ এর সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে তাবলীগ জামাত অনুসারীদের মধ্যে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। তারা প্রয়োজনে সম্পূর্ণ বক্তব্য ও ব্যাখ্যা নিয়ে প্রশাসন বা অভিযুক্তদের সাথে বসতে চান। তারা বলছেন তাদের আমির মাওলানা সাদ এর বিরুদ্ধে অভিযোগ মিথ্যা তাকে দেশে আসার অনুমতি দেয়ার পাশাপাশি আমাদের ধর্মীয় অধিকার হিসেবে ধার্মিক চর্চা ও উপসালয় মসজিদে নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করতে হবে। এরপর তারা পর্যায় ক্রমে পুলিশ সুপার এবং নৌবাহিনী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন। এসময় সেখানে উপস্থিত ছিলো ভোলা তাবলীগ জামাত মাওলানা সাদের অসংখ্য অনুসারী।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com