মোছাদ্দেক হোসেন বাহার, ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা শহরের উপর দিয়ে বয়ে যাওয়া খালের উপর সকল অবৈধ স্থাপনা যে কোন মূল্যে দখল মুক্ত করার ঘোষণা দিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভোলা পৌরসভার প্রশাসক মোঃ মিজানুর রহমান। রবিবার (১ ডিসেম্বর) বিকেলে জিজেইউএসথর ল্যান্ডিং স্টেশন ও ভাসমান রেষ্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিথর বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ভোলা খালের নাব্যতা ও সৌন্দর্য্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এ কাজে সবাইকে স্বতস্ফুর্তভাবে এগিয়ে আসতে হবে। তবেই আমাদের পরিবেশ ভাল থাকবে এবং খালটিও তার পুরনো যৌবন ফিরে পাবে। এছাড়া তিনি আরো বলেন, ভোলা খালের খেয়াঘাট থেকে শুরু করে শিবপুর স্লুইজ গেট পর্যন্ত খালের উপর কিংবা খাল দখল করে যেসকল স্থাপনা নির্মাণ করা হয়েছে তা খুব শীঘ্রই উচ্ছেদ করা হবে। ভোলার খাল রক্ষা ও সৌন্দর্য্য বর্ধনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)থর এ উদ্যোগকে স্বাগত জানাই। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)থর অতিরিক্ত পরিচালক (হিসাব এবং অর্থ) মোঃ মোস্তফা কামাল। দোয়া মুনাজাত পরিচালনা করেন যুগীরঘোল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ইসমাইল। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকমর্ী সহ ভোলার সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। ল্যান্ডিং স্টেশন ও ভাসমান রেষ্টুরেন্টটি ভোলা সদর হাসপাতালের পাশেই খালের উপর ভাসমান। যা অত্যান্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। এখানে সুলভমূলে বিভিন্ন খাবারের পাশাপাশি ভোলা খালের উপর কায়াকিংয়েরও সকল প্রকার সুযোগ-সুবিধা রয়েছে। যা ভোলা শহেরের মধ্যে সুস্থ্য বিনোদনের খোরাক জোগাবে।