মোঃ জাকির হোসেন,শেরপুর, সদর প্রতিনিধিঃ “মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলায় বাড়ে বল”। এই স্লোগান কে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও মরহুম আমজাদ আলী স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা শেরপুর সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়নের কামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের আয়োজক ডাক্তার নাদিম হাসান, সহযোগী অধ্যাপক, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
উক্ত ফাইনাল খেলায় বিজয়ী এবং রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় শামীম একাদশ চক কামারিয়া।
উক্ত খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব মোঃ নাহিদ হাসান পরিচালক আমজাদ ডায়াগনস্টিক সেন্টার, শেরপুর।
আরো উপস্থিত ছিলেন কামারিয়ার বিশিষ্ট সমাজসেবক, রবিউল আলম রিপন, আব্দুস সালাম মাস্টার, আলহাজ্ব আনসার আলী, আলিফ পাবলিক স্কুলের পরিচালক রফিকুল ইসলাম শোয়েব,
ডাক্তার স্বপন আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।