পাবেল সরকার: গাজীপুরের শ্রীপুর মাওনা চৌরাস্তার উড়াল সেতুর নিচে পুলিশ বক্স উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শরিফুল ইসলাম এর পিতা শুকুর আলী। সাধারণত ছাত্র সমাজের পক্ষ থেকে রিফাত মাহমুদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বি এন পি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম অফিসার ইনচার্জ শ্রীপুর থানা, বিল্লাল হোসেন ব্যাপারী সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর বি এন পি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সহ- সভাপতি গাজীপুর জেলা বি এন পি, এস এম আবুল কালাম আহবায়ক গাজীপুর জেলা কৃষক দল, ক্বারী সিরাজুল ইসলাম সভাপতি ওলামা দল গাজীপুর জেলা, আবুল প্রদান সহ-সভাপতি শ্রীপুর পৌর বি এন পি, আসাদুজ্জামান রমজান সরকার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বি এন পি, মোক্তারুল করিম মোড়ল শামীম সাবেক সভাপতি মাওনা ইউনিয়ন বি এন পি, শাজাহান মোড়ল সাবেক সাধারণ সম্পাদক তেলিহাটি ইউনিয়ন বিএনপি, শাজাহান সজল যুগ্ন সাধারন সম্পাদক শ্রীপুর পৌর বি এন পি, রাজিবুল বেপারী সদস্য সচিব শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, আবু তাহের সদস্য সচিব শ্রীপুর পৌর যুবদল, জিয়াউল করিম মোড়ল রিফাত আহ্বায়ক ছাত্রদল শ্রীপুর উপজেলা, মাসুম আহমেদ আহবায়ক পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন, হাসিনা সরকারের শাসনামলে ছাত্রলীগ যুবলীগ-আওয়ামীলীগ না করলে কেউ মসজিদের কমিটিতেও কোনো পদে রাখা হতো না। এমনকি ইমামতি করতে গেলেও আওয়ামী লীগের মনস্তাত্ত্বিক হতে হতো। ফ্যাসিবাদী আওয়ামীলীগের সীমাহীন দলীয় করণ করেছিলো। নামের শেষে লীগের পদবী না থাকলে কোন চাকুরী দূরের কথা চৌকিদারী মিলতো না। শেখ হাসিনার সরকার গত ১৬ বছরে সর্বত্র দলীয় করণ করেছে। দলের লোকদের সরকারী বেসরকারী সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “আওয়ামীলীগের দলবাজী, দলীয় করণ ও দুঃশাসনে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে চূড়ান্ত সফলতা এসেছে । স্বৈরাচারী সরকার উৎখাত করতে ছাত্র- জনতা-সাংবাদিক অকাতরে জীবন দিয়েছে। তাদের জীবন উৎস্বর্গের বিনিময়ে অর্জিত বিজয় ধরে রাখতে হবে। দেশে বিদেশে চক্রান্ত চলছে। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তি রুখে দিতে পারবো। আজ ১৭ আগস্ট শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসেতুর নিচে দূর্বৃত্তের আগুনে পোড়ানো পুলিশ বক্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বি এন পি’র কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু এসব কথা বলেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রীরা বিগত দিন ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন এবং বিধ্বস্ত পুলিশ বক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ায় ছাত্র-ছাত্রীদের কে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও সকলের সহযোগিতা চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com