নিউজ ডেক্স :
আজ বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ঢাকাস্থ বিয়াম অডিটোরিয়ামে ব্যাবসায়িক ট্রেনিং অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিদেশী নাগরিক মিঃ অজয় সুরি, প্রশিক্ষক হিসেবে বিশেষ অথিতি ছিলেন মিঃ হীরকদাস গুপ্ত, শান্তা মুখার্জি।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের কান্ট্রি প্রমোটার ডাঃ হাছান আহমেদ মেহেদী, ডাবল ক্রাউন ডিরেক্টর।
ইউসিডি, আরিফ চৌধুরী, অধ্যাপক মাহমুদুল হাছান জাহিদ।
উপস্থাপনায় ছিলেন এনামুল হক রঞ্জু ক্রাউন,সেলিব্রেটি হিসেবে ছিলেন, প্রিন্সিপাল শ্যামল মজুমদার, জাকির হোসেন রুবেল, মুকুল মরিজন, মোঃ সওকত হোসেন উজ্জ্বল,মফিদুল ইসলাম, আলপনা মাহবুব, শাহানা সুলতানা ক্রাউন ডিরেক্টর, মিস ডাঃ পলি সহ প্রায় ৯০০ বিক্রয় প্রতিনিধি।
ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে ১০০ কোটি টাকার মাসিক সেলস টার্গেট।
গ্রুপ অব কোম্পানির রয়েছে বিশ্ব স্বীকৃত ন্যাচারাল ফুড, কসমেটিকস, এগ্রো, ফাংশানাল ফুড, কালার কসমেটিকস, সাপ্লিমেন্ট, পার্সোনাল হোমকেয়ার সহ ৩২০ এর অধিক পণ্য।
গত ২০ বছর যাবত সুনামের সাথে বিশ্ব ব্যাপী বাজারজাত হচ্ছে ।
ওয়ার্ল্ড বিজনেস পলিসি অনুযায়ী ডাইরেক্ট সেলিং কোম্পানির তালিকায় ৩৮ তম অবস্থানে রয়েছে।
বাংলার সকল ইউনিয়ন পর্যায়ে সুলভ মূল্যে বিক্রয় সেবা ও কর্ম সংস্থান সৃষ্টির লক্ষে যৌথ উদ্যোগে বাংলাদেশে ২ টি ফ্যাক্টরি করেছেন কোম্পানি।
পর্যায়ক্রমে আরো ফ্যাক্টরি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com