রাসেল আহম্মেদ, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুঘর্টনায় ১জন নিহত এবং গণপিটুনিতে ৩জন গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের সোমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার (৭০) সোমপাড়া এলাকার ভট্টাচার্ষের পাড়া মোল্লাবাড়ির বলে পরিচয় জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাসূত্রে জানা যায়, নিহত আবুল বাশার সকাল ১০টার দিকে রুটি কেনার জন্য দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে মোটর সাইকেল আবুল বাশারের উপরে তুলে দেয়। পরে মারাত্বক আহত হয় আবুল বাশার। আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ঢাকায় রিফার করেন। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এ্যাম্বুলেন্সে উঠলে তিনি মারা যান। অপরদিকে মোটরসাইকেল চালক ও দুইজন আরোহী গণপিটুনিতে মারাত্বক আহত হয়। পরে তাদের মধ্যে দুইজনকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে চালক স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত। হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।