মোঃ কামরুজ্জামান, বিশেষ প্রতিনিধি শেরপুরঃ শেরপুর জেলার ১১ নং বলাইরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে চর জংগলদী মোল্লাবাড়ীতে ১ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪ইং) তারিখে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজ ফরমান বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মোফাচ্ছিরে কুরআন আলহাজ্ব হযরত মাও: মুফতি আসাদুজ্জামান জিহাদী ধর্মীয় আলোচক, চ্যানেল ২৪ ও অর্থ সম্পাদক , মাজলিসুল মুফাস্ সিরিন, নাটোর জেলা।
২য় বক্তা হযরত মাও: মুফতি আবু বক্কর সিদ্দিকী সাহেব , নীলফামারি। ৩য় বক্তা: হযরত মাও: মুফতি শাহাদাত হোসেন দা: বা: ইমাম ও খতিব , বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ সোনাইমুড়ী , নোয়াখালী। ৪র্থ বক্তা : হযরত মাও: মুছলিম ছালেহী চাঁদপুরী , সভাপতি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ , ফরিদগঞ্জ উপজেলা চাঁদপুর। আরো ওয়াজ ফরমান মোল্লাবাড়ীর কৃতি সন্তান হাফেজ মাও: মুফতি মুহাম্মদ আজিজুল হক মোল্লা শেরপুরী ইমাম , চর জংগলদী ইসলামীয়া ঈদগাহ মাঠ।
উক্ত মাহফিলে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন জনাব মো: লাল মাহমুদ মোল্লা। সাবেক সভাপতি, চরজংগলদী মোল্লাবাড়ী জামে মসজিদ। সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন জনাব মো: শাহ্জাহান আলী মোল্লা , সভাপতি চর জংগলদী ইসলামিয়া ঈদগাহ মাঠ।আরো সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন জনাব মো: আব্দুল মান্নান মোল্লা , দলিল লেখক ,এস.আর অফিস ,শেরপুর।
মাহফিল পরিচালনায় ছিলেন হাফেজ মো: রাকিবুল ইসলাম সাইফী ইমাম ও খতিব , চর জংগলদী মোল্লাবাড়ী জামে মসজিদ এবং হযরত মাও: মুহাম্মদ জহুরুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক , আজিম উদ্দিন দাখিল মাদ্রাসা, জামালপুর। আরজ গুজার হিসাবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব মো: জগলুল হোসেন মোল্লা ওয়ারেন্ট অফিসার (অব:), বাংলাদেশ সেনাবাহিনী এবং এড.মো: হারুন অর রশিদ মোল্লা জজ কোর্ট ,শেরপুর। সার্বিকভাবে সহযোগিতা করেন মোল্লাবাড়ী।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com