আব্দুল্লাহ সরদার,ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিষাক্ত জেলি পুশ করা ৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জানুয়ারী) উপজেলার জয়ডিহি দাড়িয়াঘাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়, এ সময় উক্ত চিংড়ি এবং পুশের সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান চলাকালীন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে চিংড়িতে পুশকারি দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। তবে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে। তিনি আরো জানান, চিংড়ি মোল্লাহাটের একটি ব্র্যান্ড। এই ব্রান্ডকে কলুষিত করার লক্ষ্যে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কাজ করছে, এই পুশকৃত চিংড়ি যেমন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তেমনি রপ্তানি বাজারে ও ক্ষতিকর প্রভাব ফেলে।এজন্য আমরা অনেক দিন ধরে এই অসাধু চক্রটিকে ধরার চেষ্টায় ছিলাম। আজ এমনই একটি চক্রের সংবাদ পেয়ে আমরা এ অভিযান পরিচালনা করি।এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায় জানান, চিংড়িতে যে অপদ্রব্য /পাউডার পুশ করা হয় তা আমাদের মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর যা মানবদেহে ক্যান্সার সহ নানা রোগ সৃষ্টি করে। আমরা এই অভিযানের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে চাই এবং অসাধু ব্যক্তিদের এই খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে চাই, আমাদের এই অভিযান চলমান থাকবে এবং অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।