দৈনিক চৌকষ প্রতিনিধি
খন্দকার মেজবাউল ইসলাম।
রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন লাইসেন্সবিহীন ৩ টি ইটভাটা ও ২টি চালকলে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন।
২ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ছয়টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা'র ভ্রাম্যমান আদালত লাইসেন্সবিহীন ইট ভাটাকে কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট তৈরি, অবৈধভাবে করাতকলের ব্যবহার ও কৃষিজমি সংলগ্ন এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে বাকশিমইল ইউনিয়নের নওনগর গ্রামে এফ এ আর ব্রিকস স্বত্বাধিকারী আশরাফুল আলমকে নগদ ১লাখ, জামতলা এ ডি বি ব্রিকস স্বত্বাধিকারী আলামিন দেওয়ানকে ৫০ হাজার টাকা, মৌগাছি ইউনিয়নের বসন্তকেদার টাটা ব্রিকস স্বত্বাধিকারী আব্দুস সালাম (কুদ্দুস)কে১লাখ টাকা ও লাইসেন্স বিহীনভাবে খাদ্যশস্য সংরক্ষণ ও প্রক্রিয়া জাত করণের অপরাধে মৌগাছি বাজার মেসার্স সরদার চালকল বারিককে ৫ হাজার টাকা, মাহাফুজ চালকলকে ২ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন ও মোহনপুর থানা এএসআই এনামুল হকসহ সঙ্গীয় অফিসার ফোর্স।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com