মোঃ আফতাবুল আলম
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মোহনপুর উপজেলায় বাংলাদেশ স্কাউট – এর পক্ষ থেকে মোহনপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ টি ড্রাম সেট উপকরণ বিতরণ হয়েছে।( ১২ সেপ্টেবর) বিকালে উপজলায় হল রুমে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।রাজশাহী জেলা কাব লিডার ও বাটুপাড়া সহকারী শিক্ষক নেসার আহম্মেদ তুহিন এর পরিচালনায়, বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউট দলের কমিশনার আব্দুল রাজ্জাক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সম্পাদক ও প্রতিনিধি,মাহামুদল হক, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সভাপতি মোহনপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন, আরও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ,কে,এম মাহাবুল হাসান,মোহনপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কোহিনুর আক্তার,মোহনপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ মোল্লাহ,স্কাউট দলের মোহনপুর উপজেলা সভাপতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল আক্তার, বসন্তকেদার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট দলের অডিটর নূর- এ আলম সিদ্দিক,জেলা প্রতিনিধি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাথমিক বিদ্যালয় সমূহের কাব স্কাউটিং সমপ্রসারণ (৪র্থ পর্য়ায়) প্রকল্পের আওতায় বাংলাদেশ স্কাউট থেকে প্রাপ্ত কাব উপকরণ হিসেবে উপজেলায় ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে একসেট ড্রাম,ফাস্ট এইড বক্স,পতাকা স্কার্ফসহ ৫০টি কাব-স্কাউট উপকরণ প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই কাব উপকরণ প্রদান করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট লিডারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।