দৈনিক চৌকস প্রতিনিধি,
খন্দকার মেজবাউল ইসলাম।
রাজশাহী মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়নের বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ে আজ ৬/ ৪ /২০ ২৪ ইং তারিখ রোজ বুধবার বেলা ১১ টা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীএবং তাদের অভিভাবকদের সমন্বয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এস,এস,সি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার( UNO) সভাপতি বসন্তকেদের উচ্চ বিদ্যালয়। তিনি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে মত বিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড । তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ,তোমরা জাতির ভবিষ্যৎ। তিনি বলেন, বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে যা যা সুযোগ-সুবিধা লাগে তিনি সব করবেন। বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ল্যাব নাই, তিনি মাল্টিমিডিয়া ল্যাব এর ব্যবস্থা করে দিবেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদেরকেই পড়াশোনার জন্য ভালো করে গাইড দিতে হবে।
শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, শামসুজ্জোহা শাহীন আক্তার আহবায়ক কমিটির সদস্য থানা বিএনপি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার কোনো বিকল্প নেই, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। ভালোভাবে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে।
অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন বসন্তকেদার ডিগ্রী কলেজের সভাপতি মিজানুর রহমান মিলন, বসন্তকেদার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মুকুল, বেলাল খন্দকার আহবায়ক কমিটির সদস্য থানা বিএনপি, ইউসুফ আলী ৪ নং মোগাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সভাপতি, রাজিব খান ওয়ার্ড সেক্রেটারি, মাইনুল ইসলাম, আজিজ খন্দকার, একরাম আলী এবং বসন্তকেদার উচ্চবিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম।
সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, সহ-সম্পাদকঃ মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০, রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, 01711280916, ইমেইলঃ choukasinfo21@gmail.com