দৈনিক চৌকস : ভ্রাম্যমাণ
প্রতিনিধি : মোঃ রাজিব খাঁন
রাজশাহী ৪নং মৌগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল, চেয়ারম্যান মো: মেজর আলী বিশ্বাস এর নামে পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে। মিথ্যা অপপ্রচার এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
আমি মোঃ মেজর আলী বিশ্বাস, মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। গতকাল ৯ -১২ -২০২৪ ইং তারিখ সংবাদ মাধ্যমে নড়িয়া ক্ষেত্র বিলের পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়। উক্ত সংবাদে আমার নেতৃত্বে পুকুরটিতে জাল নামিয়ে মাছ ধরা হয় বলে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট । আমার বক্তব্য হচ্ছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতি করি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ মৌপাড়া গ্রামের মো: বয়েজ উদ্দিন, পূর্ব পুঠিয়া পাড়া গ্রামের মোঃ শাহাজান আলী। এছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর নূরে ক্ষেত্র গ্রামের মোঃ পারবত আলী, মম রেজাউল করিম, মো: অজিবুর রহমান, মাখনপুর গ্রামের মোঃ দুলাল আলী,
মো: রাকিবুল ইসলাম এদের যোগ সাজোসে আমাকে ফাঁসাতে এবং আমার মান ক্ষুন্ন করতে নিজেরাই জাল ভাড়া করে মাছ মারার মিথ্যা নাটক সাজায়। প্রকৃতপক্ষে পুকুরটির মালিক নুরিয়া ক্ষেত্র গ্রামের মোঃ সাত্তার আলী। সাত্তার আলীকে মাছ মারতে দিবে না বলে এমন নাটক সাজায়। বিষয়টি সাংবাদিকবৃন্দ না বুঝেই আমার নামে মিথ্যা প্রচারণা চালায়। পুকুরটির প্রকৃত মালিক মো: সাত্তার আলী ও তার ছেলে এবং গ্রামবাসী উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন। পাশাপাশি আমাকে ফাঁসাতে জেলে কে দিয়ে মিথ্যা বক্তব্য দেয়া হয় এবং সেখানে আমাকে হুমকি প্রদান করা হয়।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাকে জড়িয়ে মিথ্যা প্রচারণার জন্য যারা দায়ী আপনাদের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমি এর মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত বিষয় সাংবাদিক ভাইদের লিখনীর মাধ্যমে প্রকৃত সত্য কথা তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।