দৈনিক চৌকস প্রতিনিধি,
খন্দকার মেজবাউল ইসলাম।
রাজশাহী মোহনপুর উপজেলার ৪ নং মৌমাছি ইউনিয়ন পরিষদে শীতের বস্ত্র ( কম্বল) বিতরণ করেন, মোহনপুর উপজেলার নির্বাহী অফিসার মোছা: আয়েশা সিদ্দিকা।
আজ বুধবার( ৮ জানুয়ারি) সকাল ১১ টায় ৪ নং মৌমাছি ইউনিয়ন পরিষদে বৃদ্ধা, এতিম ,গরিব ও নিম্ন আয়ের মানুষদের মাঝে উপস্থিত হয়ে শীত নিবারণের জন্য তিনি কম্বল বিতরণ করেন।
এ কম্বল পেয়ে আবেগ আপ্লুত এলাকার গরিব দুঃখী ও খেটে খাওয়া মানুষ। মৌগাছি ইউনিয়নের বিদিরপুর গ্রামের এক বৃদ্ধা বলেন, আমরা প্রতিবছর কম-বেশি সরকারি ভাবে শীত বস্ত্র ( কম্বল) পেয়ে থাকি। তবে এবারে উপজেলা নির্বাহী অফিসার মৌগাছি ইউনিয়ন পরিষদে উপস্থিত হাওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞ।
শীতের বস্ত্র ( কম্বল) বিতরণের সময় উপস্থিত ছিলেন, ৪নং মৌগাছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মেজর আলী বিশ্বাস, ইউনিয়ন পরিষদের সকল মেম্বার বৃন্দ এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি।